টমেটো আলু ভর্তা
  • 6 years ago
কিছু কিছু ভর্তা আছে তৈরী করা একটু ঝামেলার, আবার কিছু কিছু ভর্তা আছে যেটা তৈরী করা এতো সহজ যেটা আমরা কল্পনাও করতে পারিনা। এরকমই একটি ভর্তা টমেটো আলুর ভর্তা। টমেটো আলুর ভর্তাটা খেতে সবচাইতে ভালো লাগে এই সময়ে, যখন বাজারে নতুন আলু এবং ফ্রেশ টমেটো।

তৈরী করতে লাগছে -
- টমেটো ২৫০ গ্রাম
- আলু ২৫০ গ্রাম
- কাঁচা মরিচ ১০/১২ টি
- রসুনের কোয়া ১০/১২ টি
- লবণ: সেদ্ধ করতে ০.২৫ চা চামুচ, ভর্তা করতে ০.২৫ চা চামুচ
- চিমটি পরিমাণ হলুদ
- ১ টেবিল চামুচ ধনে পাতা
- গোল মরিচের গুঁড়ি: মেরিনেশনে ১ চা চামুচ, ডিমের মধ্যে ০.৫ চা চামুচ

এই ভর্তাটি করতে আমি একটু ছোটো আলু নিয়েছি, আপনারা বড় আলু নিলে একটু কেটে ছোটো করে নেবেন। তাহলে তাড়া

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2338 ঠিকানায়।

Music: AKMP
https://soundcloud.com/akmusicproductionsofficial
Recommended