এক তক্ষক এর মূল্য হাজার কোটি টাকা

  • 6 years ago
তক্ষক এর মূল্য হাজার কোটি টাকা !

একেবারেই নিরীহ ও বাণিজ্যিকভাবে উপযোগিতাবিহনীন সরীসৃপ জাতীয় ছোট্ট প্রাণি তক্ষক। এর একটির দাম কোটি টাকা বা তার উপরে এমন প্রচারণা চালিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ধাপ্পাবাজি করে আসছে। নিজেদের অজান্তে এই অপপ্রচারের অংশ হয়ে যাচ্ছেন বিজিবির লোকরাও। তক্ষক আটকের পর যখন তারা গণমাধ্যমে প্রেসরিলিজ পাঠান তখন আটক তক্ষকের দাম এরকম উচ্চমূল্যের বলেই উল্লেখ করে থাকেন। এভাবে তক্ষক নামক এই বন্য প্রাণিটিকে বিলুপ্তির দিকে ঠেলে দেয়া হচ্ছে। দৈনিক সুনামগঞ্জের খবরের পক্ষ থেকে তক্ষকের কোটি টাকা মূল্য বিষয়ে ব্যাপক অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু কোথাও এমন কোন তথ্য মিলেনি যেখানে একটি তক্ষকের দাম এত বেশি হতে পারে। তক্ষকের ছোট শরীরের চামড়া, মাংস বা অন্যকোন বস্তু এমন কোন কাজে ব্যবহার করা সম্ভব হয় না যেখানে এত অধিক পরিমাণ অর্থের যোগসূত্র থাকতে পারে। প্রাণি বিশেষজ্ঞ ও সচেতন মহলের অভিমত এখনই তক্ষকের এমন উচ্চ মূল্যের প্রচারণা থেকে সকলের বেরিয়ে আসা উচিৎ নতুবা একসময়ে এই প্রাণিটি বিলুপ্তির দিকে চলে যাবে।
বন্য নিরীহ এই প্রাণিটির নাম ‘তক্ষক’ (ইংরেজি: Tokay gecko, বৈজ্ঞানিক নাম:Gekko gecko) গেকোনিডি গোত্রের একটি গিরগিটি জাতীয় প্রাণি এটি। পিঠের দিক ধূসর, নীলচে-ধূসর বা নীলচে বেগুনি-ধূসর। দেখতে অনেকটা টিকটিকি ও গুই সাপের বাচ্চার মতো।
বাংলাদেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত কিছু কিছু দ্বীপাঞ্চলে রয়েছে এই প্রাণি। উইকিপিডিয়া থেকে জানা যায়, ভারত ও বাংলাদেশসহ মিয়ানমার, থাইল্যান্ড,ভিয়েতনাম, লাওস, কাম্পুচিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ প্রজাতির তক্ষকের বাস।


MAMMON VLOGS VLOG NYC, অবাক খবর, braking news, News, মজার খবর, তক্ষক এর মূল্য, তক্ষক এর মূল্য হাজার কোটি টাকা, তক্ষক, কোটি টাকা, tokkhok, tokkhoker dam, তক্ষকের দাম, তক্ষক এর দাম হাজার কোটি টাকা, তক্ষক এর দাম

Recommended